দেবহাটা সংবাদদাতা 

দেবহাটা উপজেলার খলিশাখালিতে ভূমিহীনদের ওপর হামলা, গুলিবর্ষণ ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীন জনতা। শনিবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে খলিশাখালি এলাকার শত শত ভূমিহীন নারীপুরুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম, সাইফুল ইসলাম, গোলাপ ঢালী, রিয়াজ আহমেদ, কামরুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর থেকে সাপমারাখালের দুইপাশ থেকে উচ্ছেদ হওয়া প্রায় আট শতাধিক পরিবার খলিশাখলির ১৩১৮ বিঘা লাওয়ারিশ সম্পত্তিতে বসবাস করে আসছে।

সম্প্রতি কালীগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আরিজুল ইসলাম, বিএনপি নেতা আনারুল ইসলামের নেতৃত্বে ভূমিহীনদের ওপর মুহুর্মুহু গুলিবর্ষণ করে।

এতে ৫জন ভূমিহীন আহত হয়। ওই চক্রটি আবারও ভূমিহীনদের ওপর হামলা করে উচ্ছেদের পরিকল্পনা করছে। অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জোর জানান ভূমিহীনরা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version