মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে তোপদ্ধনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াতে ইসলামী, প্রেসক্লাব, বাংলাদেশ স্কাউটস, পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা, সামাজিক, পেশোজীবী, ব্যবসায়ীক, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন .. ..

যশোর জেনারেল হাসপাতালে চাকুসহ আটক এক

উপজেলা পরিষদের মিনি ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ রজিউদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, সমবায় অফিসার রনজিত দাস, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার প্রমুখ। অন্যদিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলিয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুরূপভাবে র‌্যালি বের করা হয়।

এতে নেতৃত্ব দেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক।

প্রেসক্লাবের উদ্যোগে র‌্যালী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান ও সম্পাদক মোতাহার হোসেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ, আসাদুজ্জামান রয়েল।

Share.
Exit mobile version