মাগুরা সংবাদদাতা
মাগুরায়  বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কক্ষে জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে সদরের ৫ টি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নাজির আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ হায়াত আলী ও শিক্ষার্থী নয়ন সাহা প্রমুখ।

জেলা পরিষদ  জানায়, জেলার অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরই আলোকে  সদরের  অস্বচ্ছল  মেধাবী  শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রি বিতরণের কাজ অব্যাহত রয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সদরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version