মাগুরা সংবাদদাতা
মাগুরায় ভোর থেকেই শুরু হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকের পক্ষে ইছাখাদা দরগাহ শরীফে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। দোয়া শেষে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার চালান।

একই দিন বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকেও নির্বাচনী প্রচারণা শুরু করা হয়। দলটির প্রার্থীরা মাগুরা চৌরঙ্গীর মোড় এলাকা থেকে তাদের প্রচার কার্যক্রম শুরু করেন।

অন্যদিকে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ভায়ানা মোড় এলাকা থেকে দোয়ার মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এছাড়া বিকেল ৩টায় মাগুরা নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগুরা-১ আসনে বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী প্রকৌশলী শম্পা বসু আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই মাগুরার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

Share.
Exit mobile version