মাগুরা সংবাদদাতা
রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইনের প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গীর মোড়, নতুন বাজার, ঢাকা রোড ও ভায়নার মোড় প্রদক্ষিণ করে। এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন স্লোগান ও লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।
বিশেষ মেহমান ছিলেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি রাকিব হাসান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আশিক উদ্দীন, জেলা সেক্রেটারি জুবায়ের হোসাইনসহ জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share.
Exit mobile version