মাগুরা সংবাদদাতা
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের হতদরিদ্র হামিদ শেখ ও মিতা দম্পতির ঘরে জোড়া লাগানো অলৌকিক পুত্র শিশুর জন্ম হয়েছে।

জানা গেছে, শিশুটির ২টি মাথা, ৪টি চোখ, ১ টি পুরুষাঙ্গ, ২টি নাক, ৩টি পা, ৪ টি হাত আবার এক পায়ে ৮ টি আঙ্গুল রয়েছে। শনিবার রাত ১ টার দিকে নিজ বাড়িতে শিশুটি ভূমিষ্ঠ হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে শত শত মানুষ ভিড় করে। বর্তমানে শিশুটির মা দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং শিশুটিকে ফরিদপুর শিশু হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এ পরিবারটি খুবই অসহায়। ৩ মেয়ের পর ছেলে শিশুটির জন্ম হয়। পরিবারটি এতটাই অসহায় যে চিকিৎসা করানোর মত তাদের কোন সামর্থ্য নেই।

শিশুর বাবা রাজমিস্ত্রির জোগালে হামিদ শেখ জানান, আমি খুবই অসহায়। আমার অসহায়ত্বের জন্য আমার এক মেয়ে তার খালার কাছে মানুষ হচ্ছে। মা ও শিশুর চিকিৎসার খরচ বহন করার মত আর্থিক সামর্থ্য আমার নেই। যদি কোন সামর্থ্যবান ব্যক্তি আমার এ দুর্দিনে এগিয়ে আসেন আমি চির কৃতজ্ঞ থাকব।

এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই জানান, শিশুটি সম্পূর্ণ অস্বাভাবিকভাবে জন্ম দিয়েছে। মলদ্বার পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version