মাগুরা সংবাদদাতা
মাগুরা আব্দুল গণি একাডেমির বহুল প্রত্যাশিত চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আব্দুল গণি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ঢাকা অঞ্চলের) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ।

আয়োজকরা জানান, ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণ করা হবে। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ কাজটি সম্পন্ন করবে এক বছরের মধ্যে। ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার পরিবেশে পাঠদান গ্রহণ করতে পারবে। বিদ্যালয়ের সামনে থাকবে উন্মুক্ত খেলার মাঠ, যেখানে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্রীড়া সুবিধা নিশ্চিত হবে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের পর শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান মাগুরা জেলা পরিষদের মালিকানাধীন “আনন্দ সরোবর” পুকুরের উন্নয়ন ও শিশু পার্ক নির্মাণ কাজসহ বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় মাগুরা পৌরসভার কলেজ পাড়া প্রধান সড়ক পুনঃনির্মাণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version