বাংলার ভোর প্রতিবেদক 

যশোরে চার বোতল বিদেশি মদসহ আনিসুজ্জামান আনিস নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে যশোরের আসাদুজ্জামান ওরফে বুনো আসাদের ছেলে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় শহরের বেজপাড়া বনানী রোড থেকে তাকে আটক করা হয়। এসময় মুরগীর বাক্স থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিজের বসতবাড়িতেই মদ বিক্রি করছে আনিস। এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে মুরগীর বাক্সে বিশেষভাবে লুকায়িত অবস্থায় চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটক আনিস দীর্ঘদিন ধরেই অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় চারটি মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন। বৃহস্পতিবার বিকেলেই আনিসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version