শার্শা সংবাদদাতা
মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছিয়েছে যশোরের শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শাহাজাহান কবিরের লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে।

রোববার গভীর রাত ২ টায় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে শেষবারের মত ফেরেন শাহজাহান।

এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। এদিন বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত শাহাজাহান কবির একই গ্রামের আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।

শাহাজাহান লিবিয়ার বেনগাজী শহরে কাজ করতেন। এ বছর তার ছুটিতে দেশে আসার কথা ছিলো। হঠ্যাৎ তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হন। এবং চিকিৎসাধীন অবস্থায় বেনগাজীর একটি হাসপাতালে গত ৮ অক্টোবর মারা যান। লিবিয়ায় তার বৈধতা না থাকায় বাংলাদেশ সরকারের লিবিয়া দূতাবাসের মাধ্যমে তার লাশ দেশে আনা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version