যবিপ্রবি সংবাদদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা জরুরি নির্দেশনা জারি করে সকল ছাত্র রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণ করেছে।

এদিকে, আগামী শনিবার (১০ জুলাই) সকল পরিবহন পুলের গাড়িসমূহ চালু করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সাধারণ শিক্ষার্থীদের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্যায় ও সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি রুখতে এবং সুষ্ঠুভাবে সকল কার্যক্রম বজায় রাখতে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমকে নিষিদ্ধ করছি। সুতরাং কোন শিক্ষার্থী কোন রাজনৈতিক দল বা দলের অঙ্গসংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না ।

বিবৃতিতে যবিপ্রবির কোন শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোন মাধ্যমে/ ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার জন্য বলা হয় ।

অপরদিকে, ৫ জুলাই উপাচার্যের নির্দেশক্রমে পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের গাড়িসমূহ আগামী শনিবার (১০ জুলাই) সকাল ৮:২৫ এ শহর থেকে ক্যাম্পাস এবং দুপুর ২.০০ টায় ও বিকেল ৫.০৫টায় ক্যাম্পাস থেকে শহর চলাচল করবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আর বলা হয়, মার্কেট ও লাইব্রেরী ট্রিপসহ যশোর শহরের বাইরের সকল ট্রিপ বন্ধ থাকবে।

Share.
Exit mobile version