বাংলার ভোর প্রতিবেদক
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রথম মিলন মেলা শনিবার সন্ধ্যায় শহরের পার্ক ভিউতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি.এম. আবু ফয়সাল। মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা জিএম জিল্লুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মোজাম্মেল হক, সাতক্ষীরা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার মীর মোহম্মদ রেজাউল ইসলাম এবং নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, কামরুজ্জামান ও নাজনীন হায়দার নীলা। মিলনমেলায় বক্তারা বলেন, সাতক্ষীরা ও যশোরের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, প্রতিবছর নিয়মিতভাবে মিলন মেলার আয়োজন করা হবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version