বাংলার ভোর প্রতিবেদক
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে যশোর হোমিওপ্যাথিক কলেজ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন, নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অফিসার, সাবেক পুলিশ কর্মকর্তা ইকবাল বাহার খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সোলায়মান হোসেন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী রতন আচার্য, কার্তিক ভৌমিক, সিরাজুল ইসলাম, নাজনীন হায়দার, রায়হান কবির, জনাব, ডা. আব্দুল্লাহ আল মামুন। এ সময় দুই শতাধিক শীতার্তের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।

Share.
Exit mobile version