বাংলার ভোর প্রতিবেদক

বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, বেনাপোল পুটখালী চরের মাঠ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

বুধবার সকালে তিনি প্রথমে শার্শা উপজেলার কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে একশত মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন।

পরে তিনি সীমান্ত রাস্তা হয়ে বেনাপোল আইসিপি ক্যাম্প বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বিজিবি পাসপোট যাত্রী চেকিংয়ের স্ক্যানার মেশিন টা ঘুরে দেখেন এবং বেনাপোলের পুটখালী চরের মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথু, এসময় আরও ছিলেন যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ান, অন্যান্য অফিসার বৃন্দ।

যশোরের কাশিপুর অঞ্চলটি ভারত বাংলাদেশ সীমান্ত ঘেষা হওয়ায় তখন ‘মুক্ত এলাকা’ হিসেবে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযুদ্ধাদেরকে এখানে সমাহিত করা হয়।

Share.
Exit mobile version