বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে যোগদান করেন। এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের সদস্য। তার পিতা বিশিষ্ট চিকিৎসক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া এলাকায় একজন সমাজসেবক ও মানবিক মানুষ হিসেবে ব্যাপক সুপরিচিত। তার মাও শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত মুখ ছিলেন। যিনি প্রায় এক বছর আগে মৃত্যুবরণ করেন।
পারিবারিক পরিমণ্ডলে তার বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে এবং আপন মামা: ছিরু মিয়া মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৭তম বিসিএস-এর এই কর্মকর্তা ইতিপূর্বে ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তার কর্মজীবনে তিনি এডিসি (জেনারেল ও রাজস্ব) রাজবাড়ী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ডুমুরিয়া (খুলনা) ও বাঘারপাড়া (যশোর), এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (মান্দা, নওগাঁ), এনডিসি (নওগাঁ), এডিএম (রাজবাড়ী), জেল সুপার, এলএও, এসি (কন), আরআরডিসি, ট্রেজারি অফিসার ও ডিআরআরও হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের কারণে সর্বমহলে সমাদৃত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অন্যদিকে, যশোরের বদলিকৃত জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version