নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শোক র‌্যালি ও শহরতলীর শংকরপুর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এর আগে শেখ রাসেল চত্বর থেকে র‌্যালিটি বের হয় এবং বধ্যভূমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মোমবাতি প্রজ্জ্বলন পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। পরিষদের সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা কালচারাল অফিসার হায়দার আলী শিম্বাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Share.
Exit mobile version