বাংলার ভোর প্রতিবেদক
তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকলে যশোর শহরের ইসলামিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিস এই নারী সমাবেশের আয়োজন করে। এতে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন, সাবেক শিক্ষা অফিসার হায়দার আলী ও ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক। জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিশুর শিক্ষা ও পরিচর্যা, ডেঙ্গু প্রতিরোধ, টাইফয়েড টিকাদান কর্মসূচি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শতাধিক নারী, কিশোর কিশোরী এই নারী সমাবেশে উপস্থিত ছিলেন।
