বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অনিল ঘোষ (৬৫) নামে এক দুধ ব্যবসায়ীর কাছে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ফারুক (২৬) নামে এক যুবককে। তিনি শহরতলীর শানতলা এলাকার বাসিন্দা।

এজাহারে অনিল ঘোষ উল্লেখ করেছেন, তার বাড়ি বিজয়নগর গ্রামে। আসামি ও তার বাড়ি পাশপাশি। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে দুধ নিয়ে তা বিক্রি করে থাকেন। গত ২৩ মার্চ বেলা দেড়টার দিকে তিনি দুধ বিক্রি করে বাড়িতে আসার সময় ফারুক বাড়িতে যায় এবং বলে চাচা তুমি দীর্ঘদিন ধরে এলাকায় দুধ বিক্রি করছো।

এখন থেকে ব্যবসা করতে হলে আমাকে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে হত্যার করা হবে বলে হুমকি দেয়। পরে রাত ১০টার দিকে ফের বাড়িতে লোকজন ও অস্ত্র নিয়ে ঢোকে। এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে মারপিটে জখম করে।

সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তিনি থানায় মামলা করেন।

Share.
Exit mobile version