বাংলার ভোর প্রতিবেদক

দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা বাড়ছে। নারী ও শিশুরা সবচে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ‘নাগরিক সমাজ’ যশোরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপি সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে সোমবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে যশোরের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি মাহাবুবুর রহমান মজনু, নাগরিক সমাজের সভাপতি হাবিবা শেফা, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share.
Exit mobile version