বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক প্রেমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ডিবির অভিযানে প্রেমিককে আটক করা হয়েছে। এরআগে বুধবার সকালে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের পাশ থেকে প্রেমিকা মিতুর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তিতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান,নিহত মিতু এক সময় মুসলমান ছিলেন। বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। তার নাম ছিলো খাদিজা। পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেন। তার এলাকার এক যুবকের সাথে তিনি যশোরে ঘুরতে আসেন। এক পর্যায় তাকে ওই যুবক শ্বাসরোধ করে হত্যা করে। ডিবি পুলিশের এসআই মাইদুল জানান, তার নেতৃত্বে একটি টিম ওই যুবককে আটক করে। ওই যুবকের নাম ও ঠিকানা চানতে চাইলে তিনি তিনি বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
এদিকে, হালসা গ্রামের একটি সূত্র জানায় আটক প্রেমিকের নাম মৃন্ময়। তিনিও পাটকেলঘাটার বাসিন্দা। সকাল ১০টায় হালসা গ্রাম থেকে ডিবির একটি টিম মৃন্ময় কে আটক করে।
নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন
