বাংলার ভোর প্রতিবেদক
‘দক্ষতা দিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যশোরের যৌথ আয়োজনে সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধনের পর কালেক্টরেট ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহারিয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সুজন সরকার বলেন, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি করা হয়। অনেকে বৈধভাবে আবার অনেকে অবৈধপথে বিদেশ যান। বিদেশে যাওয়ার আগে কোনো নির্দিষ্ট কাজের উপর দক্ষতা নিয়ে গেলে ভালো মজুরি পাওয়া সম্ভব। আমরা শুধু দুই হাত নিয়ে বিদেশ যেতে চাই। আমাদের দেশে কারিগরি শিক্ষা বা বিভিন্ন ট্রেনিং কোর্স চালু রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ শিক্ষায় যারা বারবার ব্যর্থ হয় তাদের কারাগরি শিক্ষায় দেয়া হয়। অথচ কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করে বিদেশে গেলে দক্ষ শ্রমশক্তি হিসেবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইসলামী ব্যাংক পিএলসি যশোর শাখার প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান, টিটিসি অধ্যক্ষ ইফফাত মাহমুদ এবং রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
আলোচনা সভা শেষে জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যক্তিগত ক্যাটাগরিতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে নারী রেমিট্যান্স যোদ্ধা জার্মানি প্রবাসী আফরোজা বুলবুল এবং পুরুষ রেমিট্যান্স যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী আমির হোসেনকে পুরস্কৃত করা হয়। প্রবাসীদের অনুপস্থিতিতে আফরোজা বুলবুলের পক্ষে ইসমোতয়ারা এবং আমির হোসেনের পক্ষে তার স্ত্রী সম্মাননা গ্রহণ করেন।
এছাড়া প্রতিষ্ঠান ক্যাটাগরিতে জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী হিসেবে ইসলামী ব্যাংক পিএলসি এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী হিসেবে অগ্রণী ব্যাংকের যশোর শাখা প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা এবং প্রবাসীদের স্বজনরা উপস্থিত ছিলেন।
