বাংলার ভোর প্রতিবেদক

বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও হুমকি দেয়ার অভিযোগে টুটুল খান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। টুটুল খান সদর উপজেলার কচুয়া বকুলতলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

একই গ্রামের শরিফুল ইসলাম (১৯) এজাহারে উল্লেখ করেছেন, তিনি বালুর ব্যবসা করেন। সীতারামপুর নতুন রাস্তার কাজ চলছে। তিনি প্রতিদিন ১৫টি গাড়িতে করে ১৫ জন লোক নিয়ে ওই রাস্তার জন্য বালু সরবরাহ করছেন। আসামি টুটুল তাকে বলে বালু সরবরাহ করতে হলে তাকে প্রতিদিন ৫ হাজার টাকা করে চাঁদা দিতে হবে।

এর আগেও তিনি বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ খেকে চাঁদা বাবদ ২০ হাজার টাকা নিয়েছেন। গত ২২ মার্চ বিকেল ৪টার দিকে কচুয়া সি ভাটার নিচ থেকে বালু নিয়ে যাওয়ার সময় চালক তানভীর, নাঈম, আজিজুল, খায়রুল, মুন্না, উজ্জল, বসিরসহ ১৫ জনকে দাঁড় করায়। এ সময় ধারালো অস্ত্র নিয়ে শরিফুলকে গাড়ি থেকে নামিয়ে ২০ হাজার টাকা দাবি করেন।

টাকা না দেয়ায় তাকে মারপিট করেন এবং গাড়ি চলাচল বন্ধ করে দেন। পরে বিষয়টি নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশকে অবহিত করলে পুলিশ আসার অগেই টুটুল ফের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তিনি এই ঘটনায় থানায় মামলা করেন।

কোতয়ালি থানার এসআই হুমায়ন আহমদ জানিয়েছেন, এই মামলার আসামি টুটুলকে গত শনিবার আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। টুটুল একজন চিহ্নত সন্ত্রাসী। তার বিরুদ্ধে শেখ সঞ্জুরুল আলমস প্রিন্স হত্যা, অপহরণ ও পর্ণগ্রাফি আইনে তিনটি মামলা চলমান আছে।

Share.
Exit mobile version