বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর পৃথক অভিযান চালিয়ে সাতাশ বোতল বিদেশি মদ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শন্ধ্যায় যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় আসামি মবিল ও ব্যাটারি বিক্রির দোকান হতে বিভিন্ন ব্রাণ্ডের সাতাশ বোতল বিদেশি মদ উদ্ধার ও আসামি নাজমুল ইসলাম নয়নকে আটক করে। আটক নাজমুল নিউ বেজপাড়া রোড এলাকার বাসিন্দা।

এছাড়া একই দিন সকালে কেশবপুর উপজেলার খতিয়াখালি গ্রামে অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বাড়ির শোবার ঘর থেকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আসামি রফিকুল পালিয়ে যায়। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version