বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মাদরাসা শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন।  সোমবার আত্মসমর্পণের পর তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া।

আসামি সাইদুল ইসলাম শহরতলীর আরবপুর এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনসহ বেশ কয়েকজনে যশোর উপশহর আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের ওপর হামলা চালায়। তারা কুপিয়ে আব্দুল মালেকের দুই পা প্রায় বিচ্ছিন্ন করে দেয়।

এরপরে তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ২০ দিন চিকিৎসাধীন থাকার পরে ১৭ জানুয়ারি দুপুরে তিনি মারা যান। তিনি আহত থাকা অবস্থায় তার ছেলে আমান উল্লাহ কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাইদুল ইসলাম। পুলিশি গ্রেপ্তার এড়াতে গতকাল আত্মসমর্পণ করেন। বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

Share.
Exit mobile version