বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সোমবার বিকেল তিনটায় যশোর জেলার সদর আরবপুর এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সক্রিয়কর্মী মারিয়া জামান এবং স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সভা উদ্বোধন করেন উইনরক ইন্ট্যারন্যাশানালের রিজওয়ানাল কো-অর্ডিনেটর সুপ্তী দিব্রা।

উপস্থিত ছিলেন রাইটস যশোরের পিএম আব্দুল মালেক, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার উজ্জল পাল, কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল।

সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ববলী ও প্রতিরোধে কৌশল নির্ধারণসহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষাসহ মানব পাচার প্রতিরোধে কর্ম কৌশল নির্ধারণ করা হয়।

Share.
Exit mobile version