বাংলার ভোর প্রতিবেদক
যশোরে শেখ রজব আলী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালাক (উপ-সচিব) রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুউদ্দিন, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
আয়োজকরা জানান, অভাবের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বই, কোচিং, পরীক্ষা ফি বা পড়াশোনার উপকরণ কিনতে পারে না। মেধাবীরা যাতে অর্থের অভাবে ঝরে না পড়ে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ জোগাতে তাদের এই উদ্যোগ।
এদিন যশোরে জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩২ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়।
২০১৮ সাল থেকে সংস্থাটি শিক্ষাবৃত্তি প্রদান ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
