বাংলার ভোর ডেস্ক
ধর্মীয় উপসানলয় ও বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক প্রতিবাদ সামবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সামাবেশে যশোর শহরের বিভিন্ন পাড়া মহল্লার কয়েকশ’ নারী পুরুষ অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তৃতা করেন ইন্দ্রজিত রায়, দেবব্রত রায়, রুপন দাস, শীলা মৈত্র, বিশ^জিত কর্মকার, দেবলীনা বসু, বাসুদের কর্মকার, জয়ন্ত কুমার বোস, জীবন কুমারসহ আরো অনেকে। বক্তারা বলেন, আমরা বাঙ্গালী, বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো আমাদেরও জানমালের নিরাপত্তা নিয়ে বসবাস করার অধিকার আছে। আমরা বাঙালী। পদ্মা মেঘনা, যমুনা আমাদের ঠিকানা। কিন্তু যে কোন ধরনের রাজনৈতিক বা সামাজিক সংকট দেখা দিলেও এই দেশে আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে টানাহেঁচড়া শুরু হয়। আমাদের ধর্মীয় উপসানলয়গুলোতে হামলা চালানো হয়। আমাদের দেবদেবির মূর্তি ভাংচুর করা হয়। মন্দিরগুলোসহ আমাদের বাসাবাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। কথায় কথায় আমাদেরকে ভারতে চলে যেতে বলা হয়। কিন্তু কেন ? আমরা তো এই দেশের সন্তান। এটা আমাদের জন্মভূমি ও মাতৃভূমি। তাহলে এই দেশ ছেড়ে আমরা কেন যাবো? বক্তারা বলেন এই দেশে যেমন মসলমানের শান্তিতে বসবাস করার অধিকার আছে তেমনি অন্য সকল ধর্মের মানুষের শান্তিতে বসবাস করার অধিকার আছে। বক্তারা সনাতন ধর্মাবলম্বীসহ এ দেশের সকল ধর্মবর্ণের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Share.
Exit mobile version