বাংলার ভোর প্রতিবেদক

যশোরে আজ বিকেলে একদল উশৃঙ্খলকারী যশোর শহরে চিত্রা মোড়ে অবস্থিত হোটেল জাবিরে আগুন দেয়।

জানা যায় হোটেলটিতে দেশী-বিদেশী মিলিয়ে দুই শতাধিক গেষ্ট অবস্থান করছিলেন, এছাড়াও আরো শতাধিক কর্মচারি ওখানে ছিলেন।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সবকয়টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আটকৃতদের উদ্ধারে ব্যবহার করা হয় হেলিকপ্টার, সেচ্ছাসেবকদের বরাতে জানা গেছে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে  ৭টি মরদেহ রাখা হয়েছ।

মৃতের সংখ্যা আরো বাড়েতে পারে।

বিস্তারিত আসছে.. ..

Share.
Exit mobile version