বাংলার খেলা প্রতিবেদক:
যশোর আসাদ একাডেমির উদ্যোগে হকি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে এ আয়োজনের মাধ্যমে ৩০ জন কিশোর হকি খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়। এসব খেলোয়াড়রা দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে হকির প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, জাতীয় দলের সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় কাওসার আলী, সাবেক হকি খেলোয়াড় আলমগীর সিদ্দিকী, ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ, নুরুল আরিফিন, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশিকউজ্জামান প্রমুখ।

Share.
Exit mobile version