বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতাল থেকে মহিন উদ্দিন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। বুধবার সকালে হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মহিন উদ্দিন যশোর শহরের কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার বাসিন্দা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

তবে তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে থামিয়ে দেহ তল্লাশি করেন।

এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, ওই যুবক কেন হাসপাতালে চাকু নিয়ে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share.
Exit mobile version