বাংলার ভোর প্রতিবেদক: বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি আনতে গতকাল সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহিদুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন, যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং দপ্তর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের সকল কার্যক্রম সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version