বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদরের নির্বাচনী মাঠে বইছে লাঙ্গলের হাওয়া। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকে সাধারণ মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী।
শনিবার দিনব্যাপি যশোর-৩ সদরের নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি শেখহাটি জামরুলতলা, তরফনোয়াপাড়া, উপশহর, মনোহরপুর এবং কাশিপুর এলাকার ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে খবির গাজী বলেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন এদেশের উন্নয়নের রূপকার। আধুনিক বাংলাদেশ ও গ্রাম বাংলার উন্নয়নে তাঁর অবদানের কথা মানুষ আজও ভোলেনি। আমরা সেই উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে এবং যশোরবাসীকে একটি স্মার্ট ও শান্তিময় জনপদ উপহার দিতে লাঙ্গল প্রতীকে ভোট চাই। প্রচারণাকালে জাতীয় পার্টির নেতা-কর্মীরা পল্লীবন্ধু এরশাদের শাসন আমলের শান্তি, স্থিতিশীলতা এবং উপজেলা পদ্ধতি প্রবর্তনের মতো যুগান্তকারী পদক্ষেপগুলো জনগণের সামনে তুলে ধরেন। সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের মাঝে পল্লীবন্ধুর শাসনামল নিয়ে এক ধরনের আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
গণসংযোগ চলাকালে শেখহাটি ও উপশহর এলাকায় স্থানীয় বাসিন্দারা লাঙ্গল প্রতীকের প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। খবির গাজী ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি পল্লীবন্ধুর স্বপ্নের ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে এবং যশোর সদরের অবকাঠামো ও বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পথসভায় বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পাটি আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পার্টির আহ্বায়ক সৈয়দ আহমদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, কচুয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি নাসির হায়দার ও সমাজসেবক জিনিয়া জেরিন লম্মি, জাতীয় পার্টি নেতা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক প্রমুখ। নির্বাচনী এই প্রচারণায় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
