বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মহিলা কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, রাসুলের (সা.) আদর্শ অনুসরণেই ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রয়েছে। তাই সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আল্লাহর রাসুল (সা.) সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন এবং পবিত্র কুরআন মাজিদ শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য নাযিল করা হয়েছে। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও অনেকে ফতোয়া দিচ্ছেন, যা সমাজে বিভেদ সৃষ্টি করছে। তিনি পরিবারে এক সাথে খাবারের অভ্যাস ফিরিয়ে আনার ওপর জোর দেন। এটা অনেক পারিবারিক সমস্যার সমাধান করতে পারে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর নাসিরুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব আসাদুজ্জামান।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে, বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version