বাংলার ভোর প্রতিবেদক
দুই লাখ টাকা যৌতুক দাবিতে যশোরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিটের পর পিতার বাড়ি তাড়িয়ে দিয়েছে তার স্বামী, শ^শুর ও শাশুড়ি। গত বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ যশোর শহরের সিটি কলেজপাড়া ব্যাটারি পট্টির লিটন মিয়ার মেয়ে প্রেমা আক্তার রিনি এই মামলাটি করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামিদের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পুরাতন বাধচর থানাপাড়ার সাহাবুল মালিথা, তার স্ত্রী নাছিমা খাতুন ও ছেলে রাসেল মালিথা।
প্রেমা আক্তার রিনি মামলায় উল্লেখ করেছেন, ২০১৯ সালের ১১ মে আসামি রাসেলের সাথে তার ৮০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকারসহ যাবতীয় সাংসারিক মালামাল দেন তার পিতা। এরই মধ্যে দাম্পত্য জীবনে তাদের রাফিয়া আক্তার রুহি নামে একটি মেয়ের জন্ম হয়। কিন্তু থেমে নেই তার স্বামী রাসেলের দুই লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতন। এরই মধ্যে আবার ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

২০২৩ সালের ২৬ নভেম্বর দুই লাখ টাকা যৌতুক না পেয়ে মারপিট করে একবস্ত্রে তাকে পিতার বাড়ি তাড়িয়ে দেয় রাসেল। এতদিন তিনি পিতার বাড়িতেই অবস্থার করছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে স্বামী ও শ^শুর-শাশুড়িকে তার পিতার বাড়িতে স্বামী ও শ^শুর-শাশুড়িকে ডেকে নেয়া হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে যৌতুক ছাড়া রিনিকে নিয়ে সংসার করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু যৌতুক ছাড়া তাকে নিয়ে আর সংসার করবেনা বলে চলে যায়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version