বাংলার ভোর প্রতিবেদক
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় তার এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন। নিহত মুশফিকুর রহমান (২৮) চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি যশোর উপশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত ইয়াসিন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আলী আকবরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজারহাট বাজার এলাকায় দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল সামনে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল চালকের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে হেলমেট চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই মুশফিকুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ইয়াসিনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ইয়াসিনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা রাজারহাট এলাকায় দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
