পাটকেলঘাটা সংবাদদাতা
পাটকেলঘাটা আদর্শ বিদ্যালয়ের স্কুল ফান্ডের ৪০ লাখ টাকা আত্মসাৎকারি আলোচিত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইকে বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালিতে দেখা গেছে। এতে ক্ষেপেছেন ওই স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

জানা গেছে, শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকাল ১০ টায় তালা উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালিতে প্রথম সারিতে উপস্থিত ছিলেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই। বর্তমানে তিনি দুর্নীতির দায়ে সকল কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন।

দুর্নীতি তদন্তধীন প্রধান শিক্ষক কেন র‌্যালিতে এমন প্রশ্নের জবাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই প্রতিবেদককে জানান আমি সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাকে আসতে বলেছিলাম কিন্তু প্রধান শিক্ষক কেন আসলেন বুঝতে পারলাম না।

সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাহ জানান খুব সম্ভবত হাই মাস্টার কর্তৃক মাধ্যমিক শিক্ষা অফিসার ম্যানেজ হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রতিবেদকে কোন অভিযোগ থাকলে লিখিত আকারে দিতে বলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version