শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন যশোর আর.এন রোড এলাকাবার ইসমিতা জাহান (২৪)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পিতা ও পরিবারের অমতে নিজ পছন্দে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খুন্দিপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলামকে সামাজিক ও ধর্মীয় মতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে স্বামীর বাড়িতে বাসবাস করি। এতে আমার পিতা ক্ষিপ্ত হয়ে আমার স্বামীসহ তার পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। তার জের ধরে গত ২৪ সেপ্টেম্বর আমার স্বামীর বাড়িতে একে হুমকি ধামকিসহ আমাকে ত্যাহ্য কন্যা ঘোষণা করার ঘোষণা দেয়।

এমনকি আমার যশোর কোতয়ালী থানায় আমার চাচা শ^শুর সাইফুল ইসলাম, মিজানুর রহমানকে জানমালের হুমকি ধামকি দেয়। এবং তাদরেকে বিভিন্নভাবে হয়রানিসহ মামলা মোকদ্দমায় জড়ানোর ষড়যন্ত্র করছে। এমতাবস্থায় আপনাদের সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমি যেন সুষ্ঠুভাবে সংসার করতে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version