নিজস্ব প্রতিবেদক
বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সপ্তাহব্যাপী সংস্কৃতি উৎসবের দ্বিতীয় দিনে রোববার টাউন হল ময়দানের রওশন আলী স্মৃতি মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক।
বিকাল সাড়ে চারটা থেকে রাত ৯ টা পর্যন্ত উৎসব উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা। সংগীত পরিবেশন করে সুরধুনী, শেকড়, সরগম, শ্রুতি, সপ্তসুর, ভবের হাট, সম্মিলিত সাংস্কৃতিক জোট মনিরামপুর উপজেলা ও বাঘারপাড়া উপজেলা শাখা শিল্পীরা। আবৃত্তি করেন- অভিজিৎ, অহনা, তুর্জয়, দিশা, স্বচ্ছ ও প্রথা। লোকসংগীত পরিবেশন করে শিপ্রা পাল, নকুল কুমার, সাদিয়া খাতুন, জাহাঙ্গীর হোসেন ও রীপা রায়।
অনুষ্ঠানের সুর নিকেতন ও মা নৃত্যালয় শিল্পীরা। এছাড়াও মঞ্চে পরিবেশিত হয় নাটক ‘ অপারেশন সার্চ লাউট’ নাসির উদ্দিন ইউসুপ বাচ্চু রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন আমিনুল ইসলাম।

Share.
Exit mobile version