সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা প্রথমবারের মতো ২দিনব্যাপি নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উই হাট বাজারের উদ্বোধন করা হয়েছে।
আজ (শুক্রবার) সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড়ে উই হাট বাজারের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

সাতক্ষীরা প্রতিনিধি তামান্না তালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা আক্তার বুলু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব মহিলা লীগের ফারহা দীবা খান সাথী, মহিলা আওয়ামী লীগের রওশন আরা রুবি প্রমুখ।

উই হাট বাজার প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ টাকা খোলা থাকবে। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ গৃহস্থালি বিভিন্ন জিনিসপত্র, মেয়েদের রূপচর্চার সামগ্রী, হাতে তৈরি পোষাক ছাড়াও বিভিন্ন বাহারি আইটেমের পিঠা পাওয়া যাবে। প্রথমত ছোট পরিসরে ১২ স্টল এখানে অংশগ্রহণ করেন।

Share.
Exit mobile version