সাতক্ষীরা সংবাদদাতা:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সাতক্ষীরা সদর থানার মামলায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালাউদ্দিন তাদের জামিনের আদেশ দেন।

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রস্টিটিউটর (পিপি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা লাবসা দরগা মসজিদ এলাকার কাজী কামরুল হাসানের ছেলে কাজী সাকিব হাসান (১৯), দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে ফাহিম হোসেন ওরফে রনি (১৯), একই গ্রামের নুরুন্নবীর ছেলে জাহিদ হোসেন (১৯), একই উপজেলার দেবীশহর গ্রামের আসাদুল্লাহ ওরফে আকাশ (২০), সাতক্ষীরা শহরের এডেগাছা পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তাসিন ফারহান নিলয় (২২) ও পলাশপুর মধুমাল্লার ডাঙ্গী সরদারপাড়া এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ নাফিজুল ইসলাম (২০)।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৮ জুলাই সদর থানায় পুলিশের দায়ের করা ৩৪ নম্বর মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। দুই দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১ আগস্ট) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

মামলায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগ আনে পুলিশ।

Share.
Exit mobile version