বাংলার ভোর ডেক্স : গাজীপুরে ছাত্র-জনতার ওপর গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ব্যাপারে আগামীকাল রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version