বাংলার ভোর প্রতিবেদক

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, যশোর যেভাবে ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা হয়েছে; সেই একইভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও সামনে থেকে নেতৃত্ব দেবে। এক্ষেত্রে যশোরের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন।

জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, জাতির পিতা ৭১ সালকে টার্গেট করে একটা জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তেমনি টার্গেট করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ২০৪১ সালকে টার্গেট করেছেন। সেই টার্গেট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা। এক্ষেত্রে নেতৃত্ব দেবে যশোর। কর্মশালায় যশোরের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আরও বক্তৃতা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) একেএম আজিজুল হক, উপপরিচালক (প্রশাসন) মো. সোহেল রানা, প্রোগ্রামার মোহা. আব্দুস সালাম, উপপরিচালক (চলচ্চিত্র প্রশিক্ষণ) মো. সহেল পারভেজ, পরিচালক নাহিদ নাজ, সহকারী পরিচালক মো. আবু মুসা সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version