বাংলার ভোর প্রতিবেদক
শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যশোর বিপ্লবী ছাত্র জনতা ১২ জানুয়ারি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন, সেখানে হাদি ভাই হত্যার বিচার অনতিবিলম্বে আদায় দাবি করে বলেন, হাদিকে হত্যার মাস্টার মাইন্ড ও অভিযুক্ত আসামিদের অতিদ্রুত বিচারের আওতায় আনা হোক এবং নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়া সমাধান করা হোক। এ সময় বক্তারা পঞ্চগড়ে সেনাবাহিনী কর্তৃক হাদি হত্যার বিচার দাবিতে করা কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে বলেন আমাদের ট্যাক্সে যে প্রশাসনের পেট চলে তারা আমাদের গায়ে হাত দেয়। এটা ভারতের দালালদের ছাড়া সম্ভব না।
বিপ্লবী ছাত্র জনতা প্রধান প্রতিনিধি উম্মে সাদিয়া সন্দেহ পোষণ করে বলেন, হাদি হত্যার দুইজন আসামিকে জামিন দেয়ার মূল হোতা এবং যারা এই জামিন দিয়েছে তারা সকলেই এই হত্যার সাথে যুক্ত।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সোহান, নাদিম, আশা, আসমা, রিহাদ, আলী সোহেব, ফরহাদ প্রমুখ।
