অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন গাজীকে গণ সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে যশোর জেলা কারাগার থেকে উপজেলার নওয়াপাড়া বাজারে পৌছালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

পরে নওয়াপাড়া বেঙ্গলগেট এলাকা থেকে একটি মিছিল যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুরনো বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সদ্য কারামুক্ত থানা বিএনপি’র সাবেক সহ সাধারণ সম্পাদক ও পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী।

এসময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপি’র সদস্য গোলাম রেজা দুলু, মনির সিদ্দীকি বাচ্চু, অভয়নগর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক মুজিবার রহমান, থানা বিএনপি’র সদস্য শেখ আসাদুল্লাহ্ আসাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিপু, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্যা, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, শ্রমিক নেতা রফিকুজ্জামান টুলু, থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, মাসুদ রানা তুহিন সহ অন্যন্যরা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version