বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য এবং সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক নার্গিস বেগম অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে করে তারা নিজের মধ্যে লুকায়িত শক্তিকে উপলদ্ধি করতে পারে। নিজেদেরকে মানবিক মূল্যাবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে ভাবতে পারে। সমাজ ও রাষ্ট্র গঠনে নিজেকে আত্মনিয়োগ করতে পারে।

শনিবার যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকে আমাদের মেয়েরা শিক্ষায় অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে এর পেছনে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের শিক্ষা সহায়ক কর্মসূচির অনেক অবদান রয়েছে। সেই সরকার বিনা বেতনে মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া সুযোগ, উপবৃত্তির চালু এবং চাকরিতে তাদের জন্য কোটা সৃষ্টি করে। যার কারণে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায়। মেয়েরা প্রতিযোগিতার মাধ্যমে যে কোন পেশায় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে।

এর আগে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম জাতীয় পতাকা উত্তোলণ এবং বৃক্ষ রোপনের মধ্য দিয়ে পূনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক, উপাধ্যক্ষ অধ্যাপক আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম, কলেজের রয়াসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সরকারি মহিলা কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক অশোকা রানী দত্ত। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ফিরোজা বুলবুল কলি। আলোচনা সভা শেষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়িতে দেশ সেরা যশোরের চার শিশু সাবিক সাদত, আয়ান রেজা, অরশী বিশ্বাস পৃথা এবং আয়েশা সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিক্ষার্থী স্মৃতি চারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রাক্তন শিক্ষার্থীদের র‌্যালি বের হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রাক্তন শিক্ষার্থী রুহি শামসাদ আরা।

Share.
Exit mobile version