বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা কার্যালয় চত্বরে কম্বল বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট আল আমিন।

যশোর জেলার আটটি উপজেলার ৫০ ঊর্ধ্ব বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মধ্যে ২০০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনার আলোকে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুট্যান্ট মহব্বত আলী মোড়ল, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, যশোর এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবাজ জামান উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version