বাংলার ভোর প্রতিবেদক

যশোর ও আশেপাশের অঞ্চলে চলছে অনবরত বৃষ্টি। এই বৃষ্টিতে, যখন ঘর থেকে বের হওয়া দায়,তখন নিজে ভিজে অন্যকে গন্তব্যে পৌছে দিচ্ছেন রিকশাওয়ালারা। তাদের এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বৃষ্টিতে তাদের কষ্ট লাঘব করতে ইয়ামাহা রাইর্ডাস ক্লাব যশোর তাদের নিজ উদ্যোগে রেইনকোট বিতরণ করেন।

রোববার (১৮ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে গিয়ে ৩০ জন দিন মজুর ও অসহায় মানুষের মাঝে রেইনকোট বিতরণ করেন ইয়ামাহা রাইর্ডাস ক্লাব যশোর এর সদস্যরা।

ইয়ামাহা রাইর্ডাস ক্লাব যশোর এর ব্যাতিক্রমি এমন উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। দিনমজুর ও সুফল পাওয়া নিম্ন আয়ের মানুষরা জানিয়েছে স্বস্তির কথা। রেইনকোট পেয়ে আনন্দ প্রকাশ করেন দিনমজুর মানুষেরা এবং ইয়ামাহা রাইর্ডাস ক্লাবকে ধন্যবাদ জানান।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকব।

তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাতকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফসহ ইয়াামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যরা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version