সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় কাটিয়া মাঠপাড়া-গদাইবিল সড়কে হাটু পানিতে দাড়িয়ে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ব্যবসায়ী রুহুল আমিনের নেতৃত্বে বক্তব্য রাখেন মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজররুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।
বক্তারা বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে। প্রভাবশালীরা পানি নিস্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বাড়িঘরে পানি উঠেছে। টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়ার উপায় নেই কারো।
তারা বলেন, এখনি জলাবদ্ধতা দূরিকরণের উদ্যোগ না নিলে এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
বক্তারা পানি নিস্কাশনের পথ উন্মুক্ত করেত ঘের মালিকদের ১ ঘণ্টার আল্টিমেটাম দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version