কেশবপুর পৌর সংবাদদাতা
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা (৫৯) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাজী গোলাম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তার ভাই শিক্ষক গাজী গোলাম সরোয়ার। তার বাড়ি কেশবপুর পৌর শহরের থানার মোড়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সকালে জানাজা শেষে উপজেলার প্রতাপপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন করা হবে।

Share.
Exit mobile version