বাংলার ভোর প্রতিবেদক

বিদ্যুতায়িত হয়ে যশোরের কেশবপুরে মাওলানা আবু জাবের (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু জাবের উপজেলার সারুটিয়া গ্রামের বাসিন্দা এবং সারুটিয়া জামে মসজিদের ইমাম। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, সোমবার মাওলানা আবু জাবের বাড়ির পাশে নিজের পোলট্রি খামারে কাজ করছিলেন। খামারের ভেতরে নিচু হয়ে পড়া বৈদ্যুতিক লাইন উঁচু করে বাঁধতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক গোরাচাঁদ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version