কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাল্যবিবাহের আয়োজন করাই বিয়ে বাড়িতে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। বুধবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের কুল্যাগাছা গ্রামে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে মেয়ের বাবা ও ছেলের চাচাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, জান্নাত আক্তার বিথী কুল্যাগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ ম শ্রেণির শিক্ষার্থী। তার বর্তমান বয়স (১৪ বছর ০৯ মাস ১০ দিন)। গত ৩ দিন আগে বিথীর বিয়ে হয় কালীগঞ্জের বড় ঘিঘাটি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আকাশ আলীর সঙ্গে। বুধবার বর পক্ষে আসেন আনুষ্ঠানিকভাবে বউ তুলে নিতে।

গোপন সংবাদে খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ খবরে নতুন বউ রেখে পালিয়ে যান বরসহ বরযাত্রীরা। এ সময় বাল্য বিয়ে দেয়ার অভিযোগে মেয়ের পিতা বিপুল হোসেনকে ৫ হাজার ও ছেলের চাচা আফসার আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উভয় পক্ষের মুচলেখা নেয়া হয়। নির্দেশনা দেয়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত শ্বশুর বাড়িতে যাবে না ওই মেয়ে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, কোটচাঁদপুর মডেল থানার (পিএসআই) হাসান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশের একটি চৌকস দল।

Share.
Exit mobile version